¡Sorpréndeme!

Turkey Earthquake: \'উদ্ধার করলে দাস হয়ে থাকব\', কাতর প্রার্থনা

2023-02-08 0 Dailymotion

মৃত্যু মিছিল যেন থামছেই না। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে ৮, ৩০০ মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। বুধবার এমনই তথ্যই প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে তুরস্ক এবং সিরিয়ায় একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করেছে। কোথাও ধ্বংসাবশষের নীচে চাপা পড়ে মানুষ, আবার কোথাও থেকে মিলছে কান্নার শব্দ।